এনআরবিসি ব্যাংকের টাঙ্গাইল শাখার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৭ পিএম, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০ | ৪৬৪

এনআরবিসি ব্যাংকের টাঙ্গাইল শাখার উদ্বোধন হয়েছে। বুুধবার দুপুরে শহরের বড় কালিবাড়ী রোডস্থ সবুর খান টাওয়ারের ২য় তলায় সকল ধরনের আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে টাঙ্গাইলে এনআরবিসি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ৭৯তম শাখার উদ্ধোধন করা হয়।

ফিতা কেটে ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ, টাঙ্গাইল জেলা পরিষদ চেয়াম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।

সম্মানীত অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহাজান আনছারী, টাঙ্গাইল পৌরসভার মেয়র মো. জামিলুর রহমান মিরণ।

এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ভিডিও কনফারেন্সে যুক্ত হন স্পন্সর ও এনআরবিসি ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড.নুরুন নবী।