আজও ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৯


চলমান মাদকবিরোধী অভিযানে সারাদেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আরও নয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ও বুধবার ভোর পর্যন্ত এসব ঘটনা ঘটে।
পুলিশে ও র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রংপুরে একজন, কুষ্টিয়ায় দুইজন, কুমিল্লায় একজন, জামালপুরে একজন, গাইবান্ধায় একজন, ঠাকুরগাঁওয়ে একজন, লালমনিরহাটে একজন ও ফেনীতে একজন নিহত হয়েছেন।
এ নিয়ে গত ৪ মে থেকে শুরু হওয়া মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪২ জন ‘বন্দুকযুদ্ধে’ মারা গেল। তবে গতকাল একদিনেই ১২ জন নিহতের ঘটনা ঘটে।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, নিহতের সবাই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। কারও কারও বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।
রংপুরে নিহত ১: রংপুর অফিস জানায়, রংপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শাহিন নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর হাজিরহাট এলাকায় বিশেষ অভিযানে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী শাহীন মারা যান। এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে এক বস্তা ফেনসিডিল ও একটি রিভালবার উদ্ধার করেছে।
কুষ্টিয়ায় দুই মাদক ব্যবসায়ী নিহত: কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী মারা গেছেন। নিহতরা হলেন, ফটিক ওরফে গাফফার (৩৭) ও লিটন শেখ (৪০)। পুলিশের বলছে, তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিলেন। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে কুমারখালী উপজেলার লাহিনী পাড়ার গড়াই নদীর পাড় সংলগ্ন ব্রীজের নিচে ও ভেড়ামারা উপজেলার হাওখালী মাঠে এসব ঘটনা ঘটে।
কুমিল্লায় তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী নিহত: কুমিল্লা থেকে নিজস্ব প্রতিবেদক জানান, কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরুল ইসলাম ইছা নামের এক তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে আদর্শ সদর উপজেলার টিক্কার চর ব্রিজ সংলগ্ন গোমতী বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইছা একই উপজেলার গাজীপুর গ্রামের আবদুল জলিলের পুত্র।
ফেনীতে নিহত ১: ফেনী থেকে নিজস্ব প্রতিবেদক জানান, ফেনীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ফারুক (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে শহরতলীর দাউদপুর কালিপাল এলাকায় এ ঘটনা ঘটে।
জামালপুরে নিহত ১: জামালপুর প্রতিনিধি জানান, জামালপুর সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোশারফ হোসেন (৪১) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে জামালপুর সদর থানায় ১৬টি মামলা ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত তিনটার দিকে পুলিশ জানতে পারে ছোনকান্দা মাদ্রাসা বালুঘাট এলাকায় কয়েকজন চিহ্নত মাদক ব্যবসায়ী অবস্থান করছেন। এ সময় পুলিশের একটি দল সেখানে অবস্থান নেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছড়লে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যান। এ সময় একজন মাদক ব্যবসায়ী নিহত হন।
গাইবান্ধায় শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত: গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাজু মিয়া নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই র্যাব সদস্য।
বুধবার ভোরে উপজেলার মহদিপুর ইউনিয়নের বিশ্রামগাছি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, গোলাবারুদ এবং বিপুল পরিমাণ গাঁজা জব্দ করেছে গাইবান্ধা র্যাব-১৩ ক্যাম্পের সদস্যরা। রাজু মিয়ার বিরুদ্ধে পলাশবাড়ী থানায় একাধিক মাদক ও অস্ত্র আইনে মামলা রয়েছে।
ঠাকুরগাঁওয়ে নিহত ১: ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, ঠাকুরগাঁও সদর উপজেলার ভাতারমাড়ী ফার্ম নামক স্থানে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আলতাফুর নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার ভোর ৪টার দিকে এ বন্দুকযুদ্ধ হয়। এ ঘটনায় আহত হয়েছেন ২ পুলিশ সদস্য।
লালমনিরহাটে মাদক ব্যবসায়ী নিহত: লালমনিরহাট প্রতিনিধি জানান, সদর থানা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুর আলম এশা (৪০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৩টায় লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ধরলা সেতুর কাছে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ২০ কেজি গাঁজা, ৫০ বোতল ফেনসিডিল, ৬টি রামদা ও কিছু গুলির খোসা উদ্ধারের দাবি করেছে পুলিশ।