টাঙ্গাইলে চতুর্মাসিক যমুনা পত্রিকার ৯ম সংখ্যা প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুুষ্ঠিত

আলোকিত প্রজন্ম
প্রকাশিত: ০৯:৪৩ পিএম, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭ | ৪১১

টাঙ্গাইলে বুরো বাংলাদেশ এর নির্বাহী পরিচালক জাকীর হোসেনের উন্নয়ন সংগঠক এর জীবন ও কর্ম নিয়ে সম্প্রতি চতুর্মাসিক যমুনা পত্রিকার ৯ম সংখ্যা প্রকাশিত ও আলোচনা সভা অনুুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে পত্রিকাটি প্রকাশিত হয়। বীর মুক্তিযোদ্ধ্যা কবি বুলবুল খান মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে উন্নয়ন সংগঠক জাকির হোসেনের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন তার বন্ধু সুহ্নদ ও যমুনার লেখক বৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন সাধারণ গ্রন্থাগারের সহ-সভাপতি খন্দকার নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক কবি মাহমুদ কামাল, টাঙ্গাইল প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক পূর্বাকাশ পত্রিকার সম্পাদক খান মো. মুহাম্মদ খালেদ, চতুর্মাসিক যমুনা-৯ এর উপদেষ্ঠা আনোয়াল আলম, বুরো বাংলাদেশ এর পরিচালক বিশেষ কর্মসূচি সিরাজুল ইসলাম, পরিচালক অর্থ মোশারফ হোসেন, বুরো বাংলাদেশ জোনাল ম্যানেজার মুস্তাফিজুর রহমান, ট্রেইনার প্রধান কামাল আহম্মেদ।

এসময় বুরো বাংলাদেশ এর সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।