মির্জাপুরে গ্রামীণ ঐতিহ্যের নৌকাবাইচ অনুষ্ঠিত


টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় গ্রামীণ ঐতিহ্যের নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বুধিরপাড়া গ্রামের দক্ষিণ বিলে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
বুধিরপাড়া গ্রামবাসীর উদ্যোগে ওই এলাকার ১০ম বার্ষিক নৌকা বাইচে দুরদুরান্ত থেকে অন্তত আর্ধশতাধিক নৌকা এই নৌকা বাইচ প্রতিযোগীতায় অংশ করে। প্রতিযোগিতায় পিরোজ আলী নৌকা প্রথম স্থান অধিকার করে।
গ্রামবাংলার ঐতিহ্যের এই প্রতিযোগিতা দেখতে প্রতিকুলতা উপেক্ষা করে কয়েক হাজার দর্শনার্থী উপস্থিত হয়।
প্রতিযোগিতা শেষে মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদত হোসেন সুমন এবং মির্জাপুর থানার অফিসাসৃ ইনচার্জ এ কে এম মিজানুল হক উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন।