কাঁদলেন ফখরুল

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৭:০১ পিএম, সোমবার, ২৬ নভেম্বর ২০১৮ | ৪১৫

বগুড়া ৬ ও ৭ আসনে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মনোনয়ন দেয়ার মধ্য দিয়ে মনোনয়নের চিঠি হস্তান্তর শুরু করেছে বিএনপি।

সোমবার (২৬ নভেম্বর) বিকেলে চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে এ কার্যক্রম শুরু হয়। আজ বরিশাল রংপুর এবং রাজশাহী বিভাগের প্রার্থীদের চিঠি দেয়া হবে। কার্যক্রম শুরুর আগে, সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারপারসনকে ছাড়াই নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেয়ার কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন।

বগুড়া- ৬ ও ৭ আসনে বেগম জিয়াকে মনোনয়ন দেয়ার মধ্য দিয়ে চিচী হস্তান্তরের কার্যক্রম শুরু করে বিএনপি । বেগম জিয়া কারাগারে থাকায় তার পক্ষে চূড়ান্ত মনোনয়নের চিঠি সংগ্রহ করেন বগুড়া- ৬ ও ৭ আসনের স্থানীয় নেতারা।

এসময় দলের চেয়ারপারসনকে ছাড়া নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেয়ার কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল।

আন্দোলন সৃষ্টি করে বেগম জিয়াকে মুক্ত করতেই নির্বাচনে যাচ্ছে বিএনপি। এসময় তিনি আবারো দাবি করেন, নির্বাচন সুষ্ঠু হবার কোন আলামত নেই।

এদিকে, মনোনয়নের চিঠি হস্তান্তরের কার্যক্রম বিকেল থেকে শুরু হলেও সকাল থেকেই বিএনপির চেয়ারপারসনের গুলশানে কার্যালয়ের সামনে ভিড় জমান দলীয় নেতা-কর্মীরা।