মির্জাপুরে মাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৪০ পিএম, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮ | ৫২৬

টাঙ্গাইলের মির্জাপুরে এক মাকে তাঁর ছেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকেলে উপজেলার বানাইল ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিকেল সাড়ে তিনটার দিকে ওই গ্রামের ফজলু মিয়ার স্ত্রী রিনা বেগম (৪৫) ঘরে শুয়ে ছিলেন। এ সময় তাঁর বড় ছেলে কাউছার মিয়া (২০) হঠাৎ ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে রিনাকে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রিনা দুই সন্তানের জননী বলে জানা গেছে। তাঁর স্বামী পেশায় কৃষক।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) শ্যামল কুমার দত্ত জানান, ঘটনার পর থেকে ছেলে কাউছার পলাতক রয়েছেন। মাকে হত্যার পর তিনি পালিয়ে গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কি কারণে তিনি তাঁর মাকে হত্যা করেছেন তা জানা যায়নি। নিহতের মরদেহ রোববার ময়না তদন্তের জন্য টাঙ্গাইলে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।