টাঙ্গাইলে সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত


টাঙ্গাইল সদর উপজেলার ৭নং দাইন্যা ইউনিয়নে সন্ত্রাস ও মাদক বিরোধী জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে ৭নং দাইন্যা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে বিন্যাফৈর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. সায়েদুর রহমান। দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লাভলু মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি পুলিশের থানা সিপিও মো. মোশারফ হোসেন, বিন্যাফৈর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজামান, ৭নং দাইন্যা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি হাজী আবু তাহের, দাইন্যা ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধ্যা জহির উদ্দিন, টাঙ্গাইল মডেল থানার এসআই জেসমিন আক্তার, ফারুক হোসেন, আমিনুল, থানা আওয়ামীলীগ সদস্য জাহাঙ্গীর মন্ডল, দাইন্যা ইউপি সদস্য আবু সাঈদ, বাবুল মন্ডল, মাহজাহার সাজু, ডা. কাবেল উদ্দিন, মো. শাহ আলম, মোতালেব হোসেন নাজমা বেগম, সেলিনা বেগম, মাজেদা আক্তার, সদস্য প্রমুখ।
সমাবেশে ৭নং দাইন্যা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।