ট্রাম্পের ঘোষণা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভের ডাক এরশাদের

অালোকিত প্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৫:৩২ পিএম, রোববার, ১০ ডিসেম্বর ২০১৭ | ৪১৯
ফাইল ছবি

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ঘোষণা প্রত্যাহারের দাবি জানিয়ে তার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আগামী মঙ্গলবার রাজধানীতে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

রোববার দুপুরে রাজধানীর গুলশানে ইমানুয়েলস কনভনেশন সেন্টার নতুন হলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন। জাতীয় পার্টি এবং সম্মিলিত জাতীয় জোটের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জাতিসংঘের ২৪২ নং প্রস্তাবের কথা উল্লেখ করে এরশাদ বলেন, ‘ওই প্রস্তাবে বলা হয়েছিল, ইসরাইল জেরুজালেমকে রাজধানী করতে পারবে না। যেহেতু এটা দখলকৃত এলাকা। তাই আমরা জাতীয় পার্টি এবং আমাদের সম্মিলিত জাতীয় জোট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফাভাবে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার স্বীকৃতি দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে কোনোভাবেই মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসবে না।’

তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার প্রতিবাদে সারবিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশন বসেছে। আমরাও গোটা বিশ্বের সঙ্গে একাত্ম ঘোষণা করে অবিলম্বে জেরুজালেমকে ইসরাইলের দখলমুক্ত করার আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমরা ফিলিস্তিনের জনগণের সাথে আছি, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পাশে আছি। মুসলিম উম্মাহর পাশে আছি। ইসলামের প্রথম কেবলা আল আকসা মসজিদসহ জেরুজালেম মুক্ত রাখতে গোটা মুসলিম বিশ্বের প্রতি আমরা ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। আমরা ট্রাম্পের ঘোষণার প্রতিবাদে মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করব।’

এ সময় আপামর জনগোষ্ঠীকে বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণের জন্য আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসমচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সৈয়দ আবু হোসেন বাবলা, জিয়া উদ্দিন বাবুল, এসএম ফয়সাল চিশতি প্রমুখ। এ ছাড়া সম্মিলিত জাতীয় জোট শরিক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান সিকান্দর আলী মনি উপস্থিত।

উল্লেখ্য, বুধবার রাতে এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করেন এবং তেলআবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমের সরিয়ে নেওয়ার ঘোষণা দেন।

যুক্তরাষ্ট্রের এই একতরফা ঘোষণার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ব নেতারা। সেইসঙ্গে জাতিসংঘসহ বিভিন্ন সংগঠন ও সংস্থা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।

এ ছাড়া জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে নতুন ইন্তিফাদা বা মুক্তি আন্দোলনের ডাক দিয়েছেন গাজার প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইসমাইল হানিয়া। তিনি ট্রাম্পের এই স্বীকৃতিকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলেও মন্তব্য করেন।