টাঙ্গাইল বাসাইলে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২


টাঙ্গাইলের বাসাইলে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে টাঙ্গাইল র্যাব-১২।
আজ দুপুরে টাঙ্গাইল জেলার বাসাইল থানার বাথুলী গ্রামে অভিযান পরিচালনা করে ৩০০ পিস ইয়াবাসহ হৃদয় আলী ও ইয়ামিনকে আটক করা হয়। র্যাব ১২ সিপিসি ৩ এর প্রেসবিফিং এ তথ্য জানানো হয়।
প্রেস বিফিং এ আরো জানায়, গোপন সংভাদের ভিত্তিতে র্যাব ১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদর রবিউল ইসলামের নেতৃত্বে বাসাইল থানাধীন বাথুলী শাদী গ্রামস্থ জনৈক মৃত মালেক মিয়ার বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে ধৃত আসামী ১। মোঃ হৃদয় আলী (২৭) ২। মোঃ ইয়ামিনকে (২০) ৩০০ পিস ইয়াবা, ০২ টি মোবাইল ফোন ও ১৩৭০/- টাকাসহ গ্রেফতার করেন।
আসামীদের জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে দীর্ঘ দিন যাবৎ টাঙ্গাইল জেলার বাসাইল থানা এলাকাসহ আশপাশ এলাকার বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী ইয়াবা সরবরাহ করে যুবকদের মাদক সেবনে উদ্ধুদ্ধ করে আসছে।
বিজেও-৪৫৯৫৪ ডিএডি মোঃ আকরাম হোসেন, র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল বাদী হয়ে উদ্ধারকৃত মালামাল সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বাসাইল থানারয়একটি মাদক মামলা দায়ের করেন।