নন্দীগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:১২ পিএম, সোমবার, ৮ অক্টোবর ২০১৮ | ৪১০

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: শারমিন আখতারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা প্যানেল চেয়ারম্যান একে আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যন জান্নাতুন ফেরদৌস লিপি, ওসি তদন্ত আনিসুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মুহা.মুশিদুল হক, ইউপি চেয়ারম্যন মোরশেদুল বারী, আবুল কালাম, আব্দুল মতিন, নুর-মোহাম্মাদ, পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিরিশ চন্দ্র, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন, মুনসুর হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, মহিলা কলেজের অধ্যক্ষ বেলাল হোসেন, শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক।

নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: ফজলুর রহমান, নন্দীগ্রাম প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা সরকার, সভায় আসন্ন দূর্গাপুজা ভালোভাবে উদযাপন করার জন্য আইন শৃংঙ্খলা ভালো রাখতে সকলকে সজাগ থাকতে বলা সহ কয়েকটি গুরত্বপূর্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়।