কালিহাতীতে হেরোইনসহ গ্রেফতার-১


টাঙ্গাইলের কালিহাতীতে হেরোইনসহ ১ জনকে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশাররফ হোসেন।
জানাযায়, ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী থানার এস আই মনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কোকডহরা বাজার থেকে ৬ পুড়িয়া হেরোইনসহ ১ জনকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত আসামী কোকডহরা গ্রামের হুরমুজ আলীর ছেলে ফজলু মিয়া (২৫)। আসামীর বিরুদ্ধে মাদক নির্মূূল আইনে একটি মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।