মির্জাপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

মির্জাপুর সংবাদদাতা
প্রকাশিত: ০৩:০৩ পিএম, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০১৭ | ৪৪২

স্বাক্ষরতা অর্জন করি ডিজিটাল বিশ্ব গড়ি, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপরক্ষে শুক্রবার উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী পালন করে।

কর্মসূচীর মধ্যে রয়েছে র‌্যালি, আলোচনা সভা, শিক্ষার্থীদের হাতের লেখা প্রতিযোগিতা, শিক্ষকদেও কুইচ প্রতিযোগিতা এবং বয়স্ক নিরক্ষরদের স্বাক্ষর জ্ঞান দান করা।


দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে উপজেলা চত্বরে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষীণ করে মুক্তির মঞ্চে গিয়ে শেষ হয়।


উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিসার খলিলুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন, সহাকরী উপজেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান, জান্নাতুল ফেরদৌস, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সহিনুর রহমান খান, সাধারণ সম্পাদক আল মামুন খান, প্রধান শিক্ষক আব্দুল হামিদ প্রমুখ।


এরপর শিক্ষার্থীদের হাতের লেখা প্রতিযোগিতা, শিক্ষকদের কুইচ প্রতিযোগিতা এবং বয়স্ক নিরক্ষরদের স্বাক্ষর করা শিখানো হয়।