কালিহাতীতে মাদক বিরোধী সমাবেশ ও শপথ গ্রহণ

টাঙ্গাইলের কালিহাতীতে মাদক বিরোধী সমাবেশ ও সহস্রাধিক মানুষকে মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ করালেন টাঙ্গাইল জেলা প্রশাসক খান মো. নুরুল আমীন ।
আজ ৯ সেপ্টেম্বর সকাল ১০ টায় অডিটোরিয়াম কাম-কমিউনিটি সেন্টারে কালিহাতী উপজেলা প্রশাসন ও টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিস (ডিএনসি) এর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা প্রশাসক খান মো. নুরুল আমীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল পুলিশ সুপার মাহবুব আলম পিপিএম, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আনিসুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসের সহকারী পরিচালক আলী হায়দার রাসেল, ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, কালিহাতী থানা অফিসার ইনচার্জ মীর মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন মোলা, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম, কালিহাতী আর এস পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদারসহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, শিক্ষক ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিনের স্বরচিত ও সুরারোপিত কালিহাতীর ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, পরিস্কার পরিছন্নতা, বাল্য বিবাহের কুফল নিয়ে এবং সরকারী কর্মকর্তারা মানুষের দোরগোড়ায় সেবা দেওয়ার জন্য উদ্ভুদ্ধকরণ মূলক গান “চলো যাই গায়ের পথে” এবং তারই লেখা কবিতা আবৃতি নিয়ে অসাধারণ একটি অডিও সিডির চারটি গান ও কবিতার সন্নিবেশে সিডির মোড়ক উন্মোচন করেন টাঙ্গাইল জেলা প্রশাসক খান মো. নুরুল আমীন ।
শেষে কালিহাতী স্কাউট ভবনের সামনে উপস্থিত অতিথি বৃন্দ বৃক্ষ রোপন করেন