কালিহাতীতে বিএনপির আহবায়ক শুকুর মাহমুদসহ গ্রেফতার-২

শুভ্র মজুমদার
প্রকাশিত: ০২:৪০ পিএম, বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮ | ৪১৬

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বিএনপি’র আহবায়ক শুকুর মাহমুদসহ ২ জনকে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ।
বুধবার (২৬ ডিসেম্বর) ভোরে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলা বিএনপির আহবায়ক শুকুর মাহমুদ (৬৫) ও উপজেলার দশকিয়া ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি একাব্বর হোসেন (৫৫)।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন জানান, গত ১৯ ডিসেম্বর রাতে উপজেলার রতনগঞ্জ বাজারে আওয়ামীলীগের নৌকা মার্কার অস্থায়ী নির্বাচনী অফিস ভাংচুর, পোস্টার ছেড়া ও ককটেল বিস্ফোরনের মামলায় ঘটনার সাথে জড়িত ও তদন্তপ্রাপ্ত হুকুমের আসামী উপজেলা বিএনপি’র আহবায়ক শুকুর মাহমুদ ও উপজেলার দশকিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি একাব্বর হোসেনকে গ্রেফতার করে টাঙ্গাইল জেলহাজতে প্রেরণ করা হয়েছে।