বিবাহ বিচ্ছেদ ঘটালেন জন সিনা ও নিকি বেল্লা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৩৪ এএম, মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১৮ | ১০২০

আংটি বদলের এক বছরের মাথায় বিচ্ছেদ ঘটালেন বিখ্যাত রেসেলার (কুস্তীগির) জন সিনা ও তার বাগদত্তা নিকি বেল্লা।

রোববার এক টুইট বার্তায় বেল্লা জানায়, পেশাদার কুস্তীগির তাদের সম্পর্কের ইতি টেনেছেন এবং একাকী সময় কাটাতে চাচ্ছেন।

বিগত ছয় বছর ধরে একসাথে থাকা এই জুটি গত বছর সরাসরি সম্প্রচারিত রেসলিং ম্যাচ চলাকালীন বাগদান সম্পন্ন করেন।

কিছুদিন আগে ‘ট্রেইনরেক’ এবং কমেডি সিনেমা ‘ব্লকারস’ এ অভিনয়ের মাধ্যমে কুস্তি থেকে অভিনেতা হিসেবে সফল রুপান্তর ঘটিয়েছেন জন সিনা।

বেল্লা তার জমজ বোন ব্রি এর সাথে ই! চ্যানেলে প্রচারিত রিয়েলিটি শো ‘টোটাল বেল্লাস’ নামক অনুষ্ঠানের সঞ্চালক।

বিচ্ছেদের খবরটি প্রথম একটি মার্কিন সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করে।