আসছে নুসরাত ফারিয়ার`পটাকা' শিরোনামের গান


জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া কন্ঠ দিয়েছেন একটি গানে। গানটি মিউজিক ভিডিও এর কাজও প্রায় শেষের পথে। এর মধ্যেই ১৫ এপ্রিল প্রকাশিত হলো গানটির পোস্টার। পটাকা শিরোনামের গানটি মুক্তি পাবে ২১ এপ্রিল। গানটি প্রযোজনা করেছে সিএমভি প্রতিষ্ঠান।
ফারিয়া জানান, পোস্টারের প্রথম ঝলকের পর সিএমভি’র ইউটিউব চ্যানেলে ২১ এপ্রিল মুক্তি পাবে ‘পটাকা’র ট্রেইলার। এরপর ২৬ এপ্রিল একই চ্যানেলে মুক্তি পাবে পুরো মিউজিক ভিডিওটি।
গত বছর ডিসেম্বরে ‘পটাকা’ গানের রেকর্ডিং করেন ফারিয়া। জানান, প্রায় ছয় মাস অনুশীলন করে তারপর এ গানের রেকর্ডিংয়ে দাঁড়িয়েছেন তিনি।
গানটির কথা লিখেছেন রাকিব রাহুল। এর সুর-সংগীত করেছেন প্রীতম হাসান। গানটির ভিডিও কোরিওগ্রাফি ও পরিচালনা করেছেন ভারতের পরিচালক বাবা যাদব।
চমক থাকছে আরও। যা এখনই বলতে চাইছেন না নুসরাত। তার ভাষায়, ‘বলে দিলে চমক থাকলো কই!’