কমছে না কক্সবাজারের সড়ক দূর্ঘটনার হার!

টমটমের ধাক্কায় রুপন দাশ নিহত

জেলা সংবাদদাতা
প্রকাশিত: ০৫:২৫ পিএম, মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮ | ৪৬৭

কক্সবাজার শহরে টমটমের ধাক্কায় আহত রুপন দাশ (২৩) নামে যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ২৬ মার্চ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। যুবকরুপন দাশ শহরের বৈদ্যঘোনার এলাকার বাসিন্দা আপন ঋষি দাশের পুত্র এবং ডিসেন্ট টেইলার্সের কর্মচারী।

নিহত রুপন দাশের মামা দুলন ঋষি দাশ জানান, ২১ মার্চ রুপন দাশ বাইসাইকেল চালিয়ে কক্সবাজার জেলা পরিষদ সামনে এলে একটি টমটম তাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। তাকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

কিন্তু অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসীধন অবস্থায় ২৬ মার্চ দুপুরের দিকে তার মৃত্যু হয়। মস্তিস্কে মারাত্মক রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে জানিয়েছেন চিকিৎসকেরা।

নিহতের রুপনের মরদেহ মঙ্গলবার (২৭ মার্চ) সৎকার করা হয়েছে বলে জানিয়েছেন মামা দুলন ঋষি দাশ।