বগুড়ায় ইট বোঝাই ট্রাক উ‌ল্টে ভ্যাট বিভাগের সিপাহি নিহত

বগুড়া প্র‌তি‌নি‌ধি
প্রকাশিত: ০৫:১৮ পিএম, মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮ | ৪৮০
বগুড়ায় ইট বোঝাই ট্রাক উ‌ল্টে অা‌মিনুল ইসলাম বুলবুল না‌মের ভ্যাট বিভাগের এক সিপাহি নিহত হ‌য়ে‌ছেন।
 
মঙ্গলবার(২৭মার্চ) দুপুরে উপজেলার বেতগাড়ি বাইপাস মোড়ে ইটবোঝাই ট্রাক উল্টে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।‌নিহত আমিনুল সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার লক্ষীপুর গ্রামের মকবুল  হোসেন মাষ্টারের ছেলে।   
 
শাজাহানপুর থানার এসআই মাসুদ রানা জানান, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ বগুড়া সুজাবাদ এলাকার স্থানীয় একটি ইট ভাটার ট্যাক্স ফাকির অভিযুক্ত ইট বোঝাই একটি ট্রাক নিয়ে বনানী অফিসের দিকে নিয়ে আসছিলেন।