মির্জাপুরে প্রথম করোনা টিকা নিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৩৪ পিএম, রোববার, ৭ ফেব্রুয়ারী ২০২১ | ৪১৯

টাঙ্গাইলের মির্জাপুরে প্রথম করোনা টিকা নিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু।

রবিবার (৭ জানুয়ারি) সকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে করোনা টিকা প্রয়োগ কার্যক্রম উদ্বোধনের পর তিনি টাঙ্গাইলের মির্জাপুরে প্রথম করোনা টিকা নেন। এর পর উপজেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তা জনপ্রতিনিধিসহ পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ টিকা নেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক, সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্য মীর্জা শামীমা আক্তার শিফা ও আজাহারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম জানান নিবন্ধিত ব্যক্তিদের শরীরে করোনা টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে। মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ৩টি বুথ স্থাপন করা হয়েছে। প্রতি বুথে ২ জন করে টিকাদানকর্মী ও ৪জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। উপজেলায় মোট ৬ হাজার ডোজ করোনা টিকা মজুদ রয়েছে। পর্যায়ক্রমে নিবন্ধিত ব্যক্তিদের শরীরে করোনা টিকা প্রয়োগ করা হবে। শনিবার রাত পর্যন্ত করোনা টিকা নিতে সুরক্ষা অ্যাপসের মাধ্যমে ১ হাজার ৮৬৩ জন ব্যক্তি রেজিষ্ট্রেশন করেছে বলে তিনি জানান।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় আমাদের দেশে টিকা এসেছে। মির্জাপুরে আমি প্রথমে টিকা নিতে পেরে আনন্দিত। আজ থেকে আমি সুরক্ষিত।নিজেকে সুরক্ষার জন্য মির্জাপুরের সকল মানুষকে তিনি পর্যায়ক্রমে এই টিকা নেয়ার আহবান জানান।