ঐতিহ্যবাহী চকরিয়া কোরক বিদ্যাপীঠে’র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

চকরিয়া কক্সবাজার
প্রকাশিত: ০৭:৩৪ পিএম, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮ | ৫১৮
 

১৫ মার্চ সকাল ১০ টায় দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠে’র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
 
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম’র সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুদ্দীন মো. শিবলী নোমান।
 
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফজলুল কাদের’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বখতিয়ার উদ্দীর চৌধুরী, সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব নুরুল কবির, উপজেলা পরিষদের সহধর্মিনী শাহেদা জাফর।
 
বিদ্যালয়েরে প্রধান শিক্ষক নুরুল আখেরে’র সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে আরো অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব নুরুল আবছার, নুর হোছাইন, হাজী নুর আহম্মদ সওদাগর, ম্যানেজিং কমিটির বর্তমান প্রতিষ্ঠাতা সদস্য কমরেড নুরুল আবচার, দাতা সদস্য ও পৌর কাউনসিলর মছুদুল হক মধু, অভিভাবক সদস্য মকছুদুল হক চুট্টু, সদস্য শফিকুল কাদের, সদস্য মো. সাইফুল কাদের, সদস্য ও উপজেলা ক্রীড়াি সংস্থার যুগ্ন-সম্পাদক শওকত হোসেন, সদস্য ইসমত আরা বুলু, শিক্ষানুরাগী সদস্য মোজাম্মেল হক, শিক্ষক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, বাবু অলসন বড়ুয়া ও শ্রীমতি রুপালী রাণী দে । এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক -শিক্ষিকা মন্ডলী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
 
প্রধান অথিতি বলেন- শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক বিষয়ে মনোযোগী না হলে ‍শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়ে। বর্তমান ডিজিটাল যুগে শিক্ষার্থীরা মোোইলে গেম নিয়ে ব্যস্ত থাকে। মোবাইলের গেম আর সরাসরি গেম এক কথা নয়। তিনি বলেন- যারা মোবাইলে গেম নিয়ে ব্যস্ত থাকে তাদের মেধা হ্রাস পেতে থাকে এবং ভবিষ্যৎ জীবন অলসে ভরপুর হয়ে পড়ে। তাই মোবাইলের গেম বাদ দিয়ে প্রেক্টিক্যাল গেমে অংশ গ্রহন করা শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশকে তথা দেশের মানুষকে আলোকিত করতে পারে।
 
সভাপতি বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। খেলাধুলাসহ যেকোনো শিক্ষা বিষয়ক কর্মকাণ্ডে শেখ হাছিনার সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। তিনি বলেন- চকরিয়া কোরক বিদ্যাপীঠ সারা দেশে পরিচিত একটি নামকরা শক্ষিা প্রতিষ্ঠান। এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে এবং প্রশাসনিক ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখবে।
 
প্রধান শিক্ষক বলেন, আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা যেকোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ের মুকুট চিনিয়ে আনতে সক্ষম হয় এবং বাংলাদেশের সব প্রশাসনিক বিভাগে আমাদের শিক্ষার্থীরা সফলতার সাথে দায়িত্ব পালন করছে।
 
বক্তব্য শেষে অথিতিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় শিক্ষার্থী ও অভিভাবকদের করতালি অনুষ্ঠানকে মুখরিত করে তুলে।
 
এম.জুনাইদ উদ্দিন/এইচএইচ