বাগাতিপাড়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদ্যাপন


নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা প্রশাসন ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর উপজেলা শাখা একসাথে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসুচির মাধ্যমে ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০১৮’ উদযাপন করা হয়।
১৫মার্চ বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলা পরিষদ চত্ত¦র থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে মালঞ্চি বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন শেষে উপজেলা নির্বাহী কার্যালয়ের বড়াল সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানুর সভাপতিত্বে অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেকেন্দার রহমান।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন ক্যাব এর উপজেলা কমিটির সভাপতি আব্দুল মজিদ। উপজেলা বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী সমিতির নেতা, পণ্য উৎপাদনকারী-চিকিৎসা প্রদানকারী প্রতিষ্ঠানের মালিক ও ক্যাব বাগাতিপাড়া উপজেলা শাখার সকল সদস্য সহ বিভিন্ন পর্যায়ের ক্রেতা-ভোক্তাগণ উপস্থিত ছিলেন।
পরে ক্যাবের উপজেলা শাখার উদ্দ্যোগে বাগাতিপাড়া পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের হাট-বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় জনসচেতনতায় ‘ভোক্তা-অধিকার সংরক্ষন আইন, ২০০৯’ এর প্রচার পত্র বিতিরণ এবং পথসভা করা হয়।
আরিফুল ইসলাম তপু/এইচএইচ