ড. জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে মাভাবিপ্রবিতে মানববন্ধন


অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল স্যারের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার ১২.৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শিক্ষক সমিতির আয়োজনে এ মানববন্ধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, লাইফ সায়েন্স অনুষদের ডিন ড. এ.এস.এম. সাইফুল্লাহ, সায়েন্স অনুষদের ডিন ড. পিনাকী দে, ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের চেয়ারম্যান মুহাম্মদ জহিরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সংক্ষিপ্ত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন বলেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও জনপ্রিয় বিজ্ঞান লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর বর্বোরচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দেশের প্রচলিত আইনে দোষীদের শাস্তির জোর দাবি জানাই সরকারের কাছে।
শিক্ষক সমিতির সভাপতি ড. মুহাম্মদ শাহীন উদ্দিন বলেন, শিক্ষকদের উপর এ ধরনের হামলা শিক্ষক সমাজ মেনে নেবে না। আমি বর্বোরচিত হামলার সাথে জড়িত সকল দোষীদের শাস্তির জোর দাবি জানাই।