টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৬:৪১ পিএম, রোববার, ৪ মার্চ ২০১৮ | ৪৭৯

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা বাসস্ট্যান্ড এলাকায় সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস নামক ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।

৪ মার্চ রবিবার সকালে এ ঘটনা ঘটে। এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন মাষ্টার আ. মান্নান জানান, সকাল ৮টার দিকে সিরাজগঞ্জ এক্সপ্রেস নামক ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন পার হয়ে সল্লা নামক স্থানে পৌছালে অজ্ঞাত যুবকে ধাক্কা দেয়।

পরে ঘটনার স্থলে তার মৃত্যু হয়। তার পরিচয় না পাওয়ায় ঢাকার রেল পুলিশকে মেসেজ করা হয়েছে। দুপুরের পরে তারা এসে লাশ নিয়ে যাবে বলে জানান তিনি।