ভূঞাপুর উপজেলা প্রেসক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:০৫ পিএম, রোববার, ২৯ ডিসেম্বর ২০১৯ | ৫৭৮

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা প্রেসক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। দৈনিক মানবকণ্ঠের ভূঞাপুর প্রতিনিধি শাহ আলম প্রমানিক সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি আব্দুর রাজ্জাককে সাধারণ সম্পাদক করে শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় ভূঞাপুর প্রেক্লাব কার্যালয়ে নতুন এই কমিটির নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।

কমিটি গঠন পূর্ব আলোচনা সভার সভাপতিত্ব করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।

প্রেসক্লাবের অন্যান্য কর্মকর্তারা হলেন, সিনিয়র সহ-সভাপতি দৈনিক ইনকিলাবের আব্দুল আলিম আকন্দ, দৈনিক আমাদের সময়ের সিরাজুল ইসলাম কিসলু, যুগ্ম সম্পাদক দৈনিক আজকালের খবরের সৈয়দ সরোয়ার সাদী রাজু, সাংগঠনিক সম্পাদক দৈনিক খবর পত্রের শফিকুল ইসলাম শাহীন, কোষাধ্যক্ষ দৈনিক মানব জমিনের কামল হোসেন, , ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দৈনিক প্রতিদিনের সংবাদের ইব্রাহীম ভূইয়া, দপ্তর ও পাঠাগার সম্পাদক দৈনিক আমার সংবাদের মামুন সরকার।

কার্যকরী সদস্য দৈনিক যুগান্তরের আসাদুল ইসলাম বাবুল, দৈনিক জনতার আতোয়ার রহমান মিন্টু, এশিয়া টিভির জুলিয়া পারভেজ ও দৈনিক ইত্তেফাকের অভিজিৎ ঘোষ। সাধারন সদস্যরা হলেন, দৈনিক যায়যায় দিনের আকতার হোসেন খান ও দৈনিক বর্তমান সময়ের মো. মিজানুর রহমান।