টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুই পুলিশসহ নিহত ৩
টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ ও আসামিসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। গতকাল সোমবার (২৪ অক্টোবর) রাতে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের মধুপুর উপজেলার গোলাবাড়ী নামক স্থানে এ ঘটনা ঘটে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন মধুপুর থানার উপ-পরিদর্শক মোর্শেদ আলম।
মধুপুর থানা সূত্রে জানা যায়, জামালপুর সদর থানার নারায়ণপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আজিজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ লালন নামের এক আসামির ডিএনএ পরীক্ষা করার জন্য ঢাকায় যান। সেখান থেকে ফেরার পথে গোলাবাড়ীতে পৌঁছালে তাঁদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই নয়নপুর পুলিশ ফাঁড়ির কনস্টেবল নুরুল ইসলাম ও সোহেল রানার মৃত্যু হয়।
মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর মারা যান ডিএনএ পরীক্ষার জন্য নিয়ে যাওয়া আসামি লালন মিয়া। গুরুতর আহত উপপরিদর্শক আজিজুল ইসলাম ও চালককে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
