বাসাইলে তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

বাসাইল প্রতিনিধি
প্রকাশিত: ০২:০২ পিএম, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২ | ৪৪২

টাঙ্গাইলের বাসাইলে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলে নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষিমেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে উপজেলা শহীদ মিনার চত্বরে এ কৃষি মেলার শুভ উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা নাহিদা পারভীন ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড.জোয়াহেরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মতিয়ার রহমান গাউস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মির্জা রাজিক,উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মলি আক্তার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শার্লী হামিদ,উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহজাহান আলী সহ প্রমুখ ।

অন্যান্যদের মধ্যে এসময় হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম,বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল,কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুুন,কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান আলী মিয়া,কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল গনি হাবিব সহ প্রমুখ উপস্থিত ছিলেন।