স্বাধীনতা বিরোধীরা ঐক্যের নামে চক্রান্ত করছে-হাজেরা সুলতানা এমপি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:১৩ পিএম, শনিবার, ২০ অক্টোবর ২০১৮ | ৫৫২

ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য কমরেড হাজেরা সুলতানা এমপি বলেছেন, স্বাধীনতা বিরোধীরা ঐক্যের নামে নতুন করে ষড়যন্ত্র করছে। ১৪ দলীয় জোটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার মাধ্যমে এর সমোচিত জবাব দিতে হবে।

তিনি শনিবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা বাসস্ট্যান্ডে ওয়ার্কার্স পার্টির নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

মির্জাপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মীর শাহিনুর রহমানের সভাপতিত্বে সমাবেশে কমরেড হাজেরা সুলতানা, পলিট ব্যুরো সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক, টাঙ্গাইল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি গোলাম নওজব পাওয়ার চৌধুরী ও সাধারণ সম্পাদক কমরেড মাহমুদুল হাসান পিপলু প্রমুখ বক্তৃতা করেন।

সমাবেশে প্রধান অতিথি গোলাম নওজব পাওয়ার চৌধুরীকে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে আগামী নির্বাচনে ওয়ার্কার্স পার্টির প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন। এসময় গোলাম নওজব পাওয়ার চৌধুরী তার ২৫ দফা দাবী সমাবেশে উপস্থাপন করেন।

হাজেরা সুলতানা এমপি বলেন ২১ আগষ্ট রাষ্ট্রীয় পৃষ্ঠপোশকতায় জননেত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা হয়েছিল। সেই পরিকল্পনাকারীরা আবার ষড়যন্ত্রে মেতে উঠেছে।