টাঙ্গাইল দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ-২০২২
ইষ্টবেঙ্গল ও দিঘুলিয়া স্পোটিং ক্লাব সেমিফাইনালে উঠেছে

রোজার মাসে প্রখর রোদে টাঙ্গাইল স্টেডিয়ামে টাঙ্গাইল দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের কোয়ার্টার ফাইনালে ইষ্টবেঙ্গল ক্লাব ও দিঘুলিয়া স্পোটিং ক্লাব নিজ নিজ ম্যাচ জয়লাভ করে সেমিফাইনালে উঠেছে।
বুধবার (২৭ এপ্রিল) দিনের ২টি কোয়ার্টার ফাইনালে ম্যাচে ইষ্টবেঙ্গল ক্লাব ৩ উইকেটে আমরা ক জন এবং দিঘুলিয়া স্পোটিং ক্লাব ৩৩ রানে পূর্বাচল ক্লাবকে পরাজিত করে ।
দিনের প্রথম খেলায় টস জয়ী আমরা ক জন ক্লাব প্রথমে ব্যাটিং করে নিধার্রিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৯ রান করে। দলের পক্ষে জিহাদ সর্বোচ্চ ৫৬ রান করে। বোলিংয়ে ইষ্টবেঙ্গল ক্লাবের কাব্য ১৬ রানের বিনিময়ে ৩টি ও সোহাগ ২১ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করে।
জবাবে ইষ্টবেঙ্গল ক্লাব ১৯ ওভার ৪ বলে ৭ উইকেট হারিয়ে জয়সূচক ১৩০ রান করে জয় লাভ করে। দলের পক্ষে মাহমুদুল সর্বোচ্চ ৩৯ ও অনিক ১৩ বলে অপরাজিত ২৮ রান করে। বোলিংয়ে বিজিত আমরা ক জন দলের পক্ষে রাসাত ও শাহরিয়ার ২টি উইকেট দখল করে।
দিনের দ্বিতীয় ম্যাচে টস জয়ী দিঘুলিয়া স্পোটিং ক্লাব প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৫ রান করে। দলের পক্ষে নয়ন সর্বোচ্চ ২৭ ও রিয়েল ২৫ রান করে। বোলিংয়ে বিজিত পূর্বাচল ক্লাবের পক্ষে মনির ও মামুন যথাক্রমে ১৪ ও ২৯ রানে ২টি উইকেট দখল করে।
জবাবে পূর্বাচল ক্লাব ১৮ ওভার ৩ বলে ৯২ রান করে অলআউট হলে ৩৩ রানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়। দলের পক্ষে আবির সর্বোচ্চ ৪৭ ও রিফাত ১৩ রান করে। বিজয়ী দলের পক্ষে সিয়াম ১৪ ও মুনতাসির ১৯ রানে ২টি করে উইকেট দখল করে।
আগামীকাল বৃহস্পতিবার ( ২৮ এপ্রিল) দিনের কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি ১ম ম্যাচে ইষ্ট এন্ড ক্লাব বনাম ইলেভেন ষ্টার ক্লাব এবং ২য় ম্যাচে জনতা স্পোটিং ক্লাব বনাম প্যাড়াডাইস গ্রীন ক্লাব।
আগামী ২৯ এপ্রিল ১ম ও ২য় সেমিফাইনাল এবং ৩০ এপ্রিল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।