ঝিনাইদহে ২১৫ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ
প্রকাশিত: ০৯:০৪ এএম, শনিবার, ১৫ জুন ২০১৯ | ৫৩৪

ঝিনাইদহের কেন্দ্রিয় বাসটার্মিনাল এলাকা থেকে ২১৫ বোতল ফেনসিডিলসহ দুই জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

ঝিনাইদহ ডিবির ওসি জাহাঙ্গিও আলম জানান, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহের কেন্দ্রিয় বাসটার্মিনাল এলাকায় ওভিযান চালানো হয়।

সে সময় আসাদ ও মুক্তার হোসেনের কাছ থেকে ২১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, ঢাকা আশুলিয়ার সাধুপাড়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে আসাদ ও মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার বৈদ্যারগাঁও গ্রামের আব্দুল আওয়ালের ছেলে মুক্তার হোসেন। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান আছে।