টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত


ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় গরুবাহী পিকআপ চালক নিহত হয়েছে। এ ঘটনায় গরুর মালিক আহত হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) ভোর সাড়ে ৪ টার দিকে মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি গোড়াই হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট শাকিল আহমেদ নিশ্চিত করেছেন। নিহত পিকআপ চালক নওগাঁ জেলার আবু বক্কর সিদ্দিক (৩০)।
সার্জেন্ট শাকিল আহমেদ জানান, ভোরে নাটিয়াপাড়া এলাকায় ঢাকামুখী একটি মিনিট্রাক দাঁড়ানো ছিলো। এদিকে নওগাঁ থেকে ছেড়ে আসা গরুবাহী পিকআপ ঘটনাস্থলে পৌছলে দাঁড়িয়ে থাকা মিনিট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক নিহত হয়। আহত অবস্থায় গরুর মালিক শাহিন প্রামানিক টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ উদ্ধার করে গোড়াই হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে। তার পরিবারের লোকজন আসলে আইনী প্রকিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।