লকডাউনে ৭ জেলায় যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৪:১২ পিএম, সোমবার, ২১ জুন ২০২১ | ৪৩২

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সাত জেলায় কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। এ সব জেলায় যাত্রীবাহী নৌযান চলাচল মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে ৩০ জুন (বুধবার) রাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে।

পাটুরিয়া-দৌলতদিয়া ও মাওয়া-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকবে। ফেরিতে শুধু মালবাহী গাড়ি পারাপার হতে পারবে। এই সাত জেলায় সরকারি-বেসরকারি-আধাসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

আজ সোমবার মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, অন্য কোনো জেলা প্রশাসন চাইলে লকডাউন দিতে পারবে।

জেলাগুলো হলো-নারায়ণঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ ও গোপালগঞ্জ। এসব জেলায় আগামীকাল ভোর ৬টা থেকে ৩০ জুন পর্যন্ত কঠোর বিধি-নিষেধ জারি করা হয়েছে।

ঘোষিত লকডাউনে সবধরনের গণপরিবহন ও যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে। তবে পণ্যবাহী ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন চলাচল করতে পারবে।