মির্জাপুরে পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:১০ পিএম, সোমবার, ১০ আগস্ট ২০২০ | ৭২৭

টাঙ্গাইলের মির্জাপুরে পানিতে ডুবে তাওহিদ নামে প্রতিবন্ধী এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া গ্রামে বাড়ির পাশের বন্যার পানিতে ডুবে তার মৃত্যু হয়। 

সে ওই গ্রামের লাভলু মিয়ার ছেলে। তাওহিদ গোড়াই নাজিরপাড়া তাঁরার মেলার বিশেষ প্রতিবন্ধি স্কুলের প্রথম শ্রেণির নিয়মিত ছাত্র। 

সকালে সবার অজান্তে তাওহিদ বাড়ির পাশে বন্যার পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর পানি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

তারার মেলা বিশেষ প্রতিবন্ধী স্কুল পরিচালনা পরিষদের সভাপতি মীর মঈন হোসেন রাজীব পানিতে ডুবে তাওহিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।