যমুনা চরাঞ্চলের ৪'শ বন্যার্তদের পাশে দাঁড়াল দুবাই প্রবাসী

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০২:০৮ পিএম, শুক্রবার, ২৪ জুলাই ২০২০ | ৪০৩

যমুনা নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধিতে নিম্নঞ্চল ও চরাঞ্চলের মানুষগুলো পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। এদের কষ্ট লাগবে সরকারিভাবে ত্রাণ সহায়তা প্রদানসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দল ও সেচ্ছাসেবী সংগঠনগুলো সহযোগিতা করছে।

সম্প্রতি গত কয়েকদিন আগে দৈনিক জাতীয়  পত্রিকায় ছবিসহ সংবাদ  ছাপা হয়। পানিবন্দির বন্যার্তদের দুর্ভোগের এমন ছবি দেখে টাঙ্গাইলের ভূঞাপুরের চরাঞ্চলবাসীদের পাশে দাঁড়ালেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নগরবাড়ী গ্রামের বাসিন্দা ও দুবাই প্রবাসী আব্দুল খলিলুর রহমান।

শুক্রবার (২৪ এপ্রিল)  প্রবাসী আব্দুল খালেকের উদ্যোগে দিনব্যাপী উপজেলার রেহাইগাবসারা, রুলীপাড়া, কালিপুর, জয়পুর, চন্ডিপুর, চরগাবসারা ও পুংলীপাড়াসহ বিভিন্ন গ্রামের প্রায় ৪ শতাধিক পানিবন্দি অসহায়-হতদরিদ্র পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- লোকমান ফকির মহিলা কলেজের অধ্যাপক নূরুল ইসলাম মুন্সী, ইয়াকুব প্রমাণিক, আব্দুস সামাদ আজাদ, মো. শরিফুল ইসলাম, গোবিন্দাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহ আলম সরকার ও সাংবাদিক ফরমান শেখ প্রমুখসহ স্থানীয়রা।

প্রবাসী খলিলুর রহমানের পিতা ইয়াকুব প্রমাণিক বলেন- আমার ছেলে দুবাই প্রবাসী। কিছুদিন ধরে পাশ্ববর্তী ভূঞাপুরের চরাঞ্চল এলাকার মানুষদের দুর্দশা ও খাদ্য সংকটসহ ভোগান্তির দেখে আসছে। এমন পরিস্থিতিতে বিদেশ থেকেই আর্থিক সহায়তাসহ শুকনো খাবারের জন্য টাকা পাঠায়। পরে শুক্রবার চরাঞ্চলের ৪'শ পরিবারকে ত্রাণ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ব্যক্তি উদ্যোগে ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে। এজন্য প্রবাসী ছেলের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।