নাগরপুরে মতবিনিময় ও প্রাথমিক শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০৭ পিএম, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩ | ৩৬১

মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা এ প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে প্রাথমিক শিক্ষকদের মত বিনিময় সভা ও প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধান। উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মো. আহছানুল কবীর মুকুলের সভাপতিত্বে

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মালেক, উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যোন মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা শিক্ষা অফিসার মো. আলমগীর হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ প্রমূখ। এসময় উপজেলা শিক্ষক-শিক্ষিকাসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।