বগুড়ায় ছুরিকাঘাতে যুবক খুন

খালিদ হাসান,বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫১ এএম, শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮ | ৬২৭

বগুড়ায় শাকিল আহমেদ (২৫) নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করার ঘটনা ঘটেছে। এসময় গুরুতর আহত হয়েছেন তার সাথে থাকা  আরো একযুবক। আহত  ঐ যুবকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার রাতে শহরের চকসূত্রাপুর চাপড়পট্টি (সুইপার কলোনি) এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত সাকিল আহম্মেদ (২৫) বগুড়া শহরের চকফরিদ জামিল মাদরাসা এলাকার শাহজালালের ছেলে। আহত ব্যক্তি বিশাল শহরের রহমান নগরের সোনা মিয়ার ছেলে।

পুলিশ ও প্রাপ্ত তথ্যে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে একটি মোটরসাইকেলযোগে মিশু নামের এক যুবকের সঙ্গে সাকিল ও বিশাল শহরের চকসূত্রাপুর চাপড়পাড়া সুইপার কলোনি এলাকায় ঘুরতে যান। কিছু সময় পর তাদের ওপর হামলার ঘটনা ঘটে।

একটি সশস্ত্র দল তাদের দুজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে রক্তাক্ত অবস্থায় তারা দ্রুত মোটরসাইকেল চালিয়ে যাওয়ার একপর্যায়ে তাদের বহনকারী মোটরসাইকেলটি আকবরিয়া হোটেল ও থানার সামনে পড়ে গেলে সেখানকার মানুষ ও পথচারীদের মধ্য ভীতি ছড়িয়ে পড়ে। লোকজনের চিৎকারে পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে দ্রুত বগুড়া শজিমেক হাসপাতালে প্রেরণ করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাকিলকে মৃত ঘোষণা করেন।

এদিকে শেষখবর পর্যন্ত আহত বিশালের শরীরে অস্ত্রোপচার চলছিল। তার অবস্থা আশঙ্কাজনক।

এ ব্যাপারে সদর ফাঁড়ি পুলিশের ইনচার্জ (পরিদর্শক) শেখ ফরিদ জানান, অপরিচিত এক যুবকের সঙ্গে দুইজন যুবক মোটরসাইকেলে সুইপারপট্টি এলাকায় এসেছিলেন বলে তিনি শুনেছেন। তবে তিনি বিস্তারিত জানাতে পারেননি।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান সাকিলের মৃত্যু ও বিশালের আহত হওয়ার কথা নিশ্চিত করে জানান, অপরিচিত যুবকের বিষয়টি নিশ্চিত নন তিনি। তিনিও হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং ঘটনায় জড়িতদের বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি।