টাঙ্গাইলে নতুন করে দশজন করোনায় আক্রান্ত

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ১১:২৭ এএম, শনিবার, ৩ এপ্রিল ২০২১ | ৪৩৯

টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় নতুন করে দশজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে টাঙ্গাইল সদরে আটজন, নাগরপুর ও দেলদুয়ারে একজন করে রয়েছেন।

এ নিয়ে শনিবার সকাল পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৪১৪৯ জন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৬৬জন। আরোগ্য লাভ করেছেন ৩৮০৪ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৭৩ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৪৫৭৪ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জনের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।