দেশে নতুন করে আক্রান্ত শনাক্ত ১৮ জন, মৃত্যু বেড়ে ৯

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০২:৪৩ পিএম, রোববার, ৫ এপ্রিল ২০২০ | ৪৭৭

দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৮ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে সরকারি হিসাবে দেশে করোনাভাইরাসে সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ৮৮ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন একজন, এ নিয়ে মৃত্যু ৯ জনে দাঁড়াল।

আজ রোববার (৫ এপ্রিল) নভেল করোনাভাইরাস সংক্রমণ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার পরিচালক ডা. মো. হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রীর ব্রিফিং শেষে মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, নতুন আক্রান্ত ১৮ জনের মধ্যে পুরুষ ১৫ জন এবং নারী ৩ জন। এদের মধ্যে বেশিরভাগই ঢাকার। ঢাকায় নতুন করে আরো ১২ জন আক্রান্ত হয়েছেন।

তিনি জানান, দেশের ১৪টি কেন্দ্রের মাধ্যমে করোনাভাইরাস পরীক্ষা করা হচ্ছে। গেল ২৪ ঘণ্টায় আরো ৩৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৮ জনকে করোনা আক্রান্ত শনাক্ত করা গেছে। এর মধ্যে ১৩ জন আইইডিসিআরের পরীক্ষায় শনাক্ত হয়েছেন। আর ৫ জন দেশের অন্যান্য কেন্দ্র থেকে পরীক্ষা করা হয়েছে।

মারা যাওয়া ব্যক্তি সম্পর্কে সেব্রিনা ফ্লোরা বলেন, মৃত ব্যক্তি ৫৫ বছর বয়সী পুরুষ। তিনি নারায়ণগঞ্জের বাসিন্দা।

এছাড়াও গেল ২৪ ঘণ্টায় আরো তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানান আইইডিসিআরের পরিচালক। তিনি বলেন, এ নিয়ে দেশে ৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হলেন।