নৌকার হাল ধরতে সার্বক্ষনিক মাঠে রয়েছেন মীর শরিফ মাহামুদ


নৌকার হাল ধরতে সার্বক্ষনিক মাঠে থেকে মাঠ কাপাচ্ছেন মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মির্জাপুর কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মীর শরিফ মাহামুদ। দিনের বেশিরভাগ সময়ই তিনি কাটাচ্ছেন মাঠে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে মির্জাপুরের রাজনীতির মাঠ ততই সরগরম হয়ে উঠছে। দলীয় কর্মকান্ডের পাশাপাশি সম্ভাব্য প্রার্থীরা এখন ব্যক্তিগত কর্মসূচী নিয়েও ব্যস্ত হয়ে পড়েছেন। তাদের মধ্যে একজন হলেন মীর শরিফ মাহামুদ।
তৃণমুল পর্যায় থেকে উঠে আসা এই নেতা দলে একজন নিবেদিত প্রাণ হিসেবে সার্বক্ষনিক মাঠে রয়েছেন। স্কুল জীবনেই তিনি ছাত্রলীগের রাজনীতিতে যোগ দেন। তারপর থেকেই তার ধ্যান জ্ঞান সম্পুর্ণ রাজনীতিকে ঘিরেই। তার নেশা পেশা বলতে যা বুঝায় তা সবই রাজনীতি।
তিন যুগ পার করা এই নেতা এখন একজন পরিক্ষিত বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক।তার রাজনৈতিক জীবনে অনেককেই রাজনীতিতে হাতেখরি দিয়েছেন। তাদের মধ্যে অনেকেই এখন রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হয়ে বিভিন্ন দায়িত্বশীল পদে অধিষ্ঠিত হয়েছেন।
মীর শরিফ মাহামুদ তার রাজনৈতিক জীবনে তিনটি উপজেলা পরিষদ এবং পাঁচটি জাতীয় সংসদ নির্বচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচরনায় অগ্রণী ভুমিকা পালন করলেও নিজে এখনো ওই নির্বাচনগুলিতে অংশ নেননি।
তাই আগামী নির্বাচনকে সামনে রেখে তিনি প্রচারনায় নেমেছেন। দলের ওয়ার্ড ,ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে প্রতিটি দলীয় কর্মসূচীতে নিজে উপস্থিত হয়ে দলকে গতিশীল করতে তিনি জোড়ালো ভুমিকা রাখছেন। সেই সাথে গত এক মাস যাবত প্রতিদিন ৫/৬ টি উঠান বৈঠকের মাধ্যমে দলের এবং নিজের প্রচারনায় ব্যস্ত সময় অতিবাহিত করছেন।