শিবগঞ্জে পতিতা ব্যবসায়ী মমতাজের ২ বছরের সাজা


বগুড়ার শিবগঞ্জে পতিতা ব্যবসায়ী মমতাজ বেগম(৪২) কে ২ বছরের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত ।
সোমবার (৪ জুন) শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুশান্ত কুমার মাহাতো ভ্রাম্যমান অভিযান চালিয়ে তাকে এ সাজা দেন।
জানাযায়, উপজেলার মোকামতলা এলাকার পুরোনো পুলিশ ফাঁড়ির পেছনে নিজ বাসায় দীর্ঘ দিন যাবৎ পতিতা ব্যবসা করে অাসছিলো মমতাজ।বিভিন্ন সময় অাটক হলেও পরে জামিনে ছাড়া পেত এই পতিতা সম্রাজ্ঞি।এছাড়া তিনি মাদক ব্যবসার সাথেও জড়িত ছিলেন বলেও জানা গেছে।
সাজা প্রাপ্তা মমতাজ মোকামতলা গ্রামের শুকটু মিয়ার স্ত্রী। এই পতিতা সম্রাজ্ঞির সাজা হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে এলাকার সচেতন মহল।