টাঙ্গাইলে ছাত্রীকে উত্ত্যক্ত করায় প্রতিবাদ শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৮ পিএম, রোববার, ২ ফেব্রুয়ারী ২০২০ | ৫৪৪

টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বহিস্কৃত শিক্ষক আব্বাস উদ্দিনকে স্ব-পদে পুনঃ বহালের প্রতিবাদে আন্দোলন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ ও অভিবাবক গণ।

রোববার দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তারা এ প্রতিবাদ সমাবেশ করে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মানবাধিকার কর্মী নাহার চাকলাদার, মতিয়ার রহমান, ইসমাইল হোসেন প্রমুখ।

প্রতিবাদ সমাবেশ শেষে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মো. বজলুর রশীদের হাতে স্মারক লিপি প্রদান করেন। এসময় তিনি শিক্ষার্থীদের পাশে থেকে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

উল্লেখ্য, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্বাস উদ্দিন ছাত্রী উত্ত্যক্তের ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ প্রায় ২বছর পূর্বে বহিস্কার করে।