মির্জাপুরে সততা স্টোর উদ্বোধন

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৪:১৪ পিএম, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০১৭ | ৫৭৬

টাঙ্গাইলের মির্জাপুরে সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল নয়টায় উপজেলার রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়ে এর উদ্বোধন করা হয়।
রাজাবাড়ি উচ্চ বিদ্যালয় এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের দুর্নীতি দমন কমিশনের উপ পরিচারক রেভা হালদার,সহকারী উপ পরিচালক নুরে আলম সিদ্দিকী, মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন মোল্লা, মির্জাপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মিয়াজ উদ্দিন, সাধারন সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, রাজাবাড়ি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মফিজুর রহমান স্বপন, রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম এবং স্কুল ও কলেজের শিক্ষার্থী বৃন্দ।