ইসলাম ধর্ম ও মহানবীকে নিয়ে কুটুক্তি

শরিয়ত বয়াতীর জামিন আবেদন না-মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৭ পিএম, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০ | ৭১১

ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি এবং মহানবী (সা:) সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে গ্রেফতারকৃত শরিয়ত সরকার (৩৫) ওরফে শরিয়ত বয়াতীকে জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

আজ বুধবার দুপুর সাড়ে ৩টায় টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শওকত আলী চৌধরী শরিয়ত বয়াতির জামিন আবেদন না-মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

বাদী পক্ষের আইনজীবি মালেক আদনান এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আজ দুপুর ২টায় তাকে আদালতে হাজির করা হয়। পরে আসামী পক্ষের আইনজীবি আনিছুর রহমান হুমায়ুন জামিন আবেদনের পক্ষে যুক্তি উত্থাপন করেন। পরে রাস্ট্রপক্ষের আইনজীবি পিপি এস আকবর খান জামিন বিরোধিতা করে যুক্তিতর্ক উপস্থাপন করলে বিচারক জামিন আবেদন না-মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন। 

এর আগে গত ১৪ জানুয়ারি তিন দিনের রিমাণ্ড শেষে টাঙ্গাইলের বিচারিক হাকিম আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আকরামুল ইসলাম তাকে কারাগারে প্রেরণ করেছিলেন।  

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর ঢাকার ধামরাই উপজেলার রৌহাট্টেক পীর এ কামেল হযরত হেলাল শাহ’র ১০ম বাৎসরিক মিলন মেলা ২০১৯ উপলক্ষে আয়োজিত বয়াত গান অনুষ্ঠানে ভুল ব্যাখ্যা দিয়ে নবী রাসুল ও ইমামদের নিয়ে আপত্তিকর বক্তব্য দেন শরিয়ত বয়াতী। তিনি মির্জাপুর উপজেলার আগধল্যা গ্রামের মৃত পবন সরকারের ছেলে। তার এমন বক্তব্যে ধর্মপ্রাণ মুসলমানের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এছাড়া শরিয়ত বয়াতীকে গ্রেফতারের দাবীতে বয়াতীর নিজ এলাকায় কয়েকটি স্থানে বিক্ষোভ সমাবেশও হয়।

পরে শরিয়ত বয়াতীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে আগধল্যা গ্রামের জামে মসজিদের ঈমাম মাওলানা ফরিদুল ইসলাম মির্জাপুর থানায় মামলা দায়ের করেন।

পরবর্তীতে গত ১০ জানুয়ারি শুক্রবার রাতে ডিজিটাল সুরক্ষা আইনের মির্জাপুর থানা পুলিশ শরিয়ত বয়াতীকে ময়মনসিংহের ভালুকা সিডস্টোর এলাকা থেকে গ্রেফতার করে।