জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস ১২ ডিসেম্বর

অালোকিত প্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭ | ৪৪০

প্রতি বছর ১২ ডিসেম্বর জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক উত্থাপিত দিবসটি মন্ত্রিপরিষদ বিভাগের এ বিষয়ক পরিপত্রে খ ক্রমিকে অন্তর্ভুক্তকরণের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলতি বছরের ৩৫তম মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার ২০০৮ সালে ১২ ডিসেম্বর তারিখে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ার বিষয়টি নির্বাচনী ইশতেহারে যুক্ত ও ঘোষণা করে। এ জন্য দিবসটি পালনের জন্য ১২ ডিসেম্বর তারিখকে নির্বাচন করা হয়।

মন্ত্রিপরিষদ সচিব জানান, বাংলাদেশ মোবাইল ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে বিশ্বে সপ্তম স্থানে উঠে এসেছে। তাই ডিজিটাল বাংলাদেশ গড়ার বিষয়টিকে গুরুত্ব দিতেই এ দিবস ঘোষণা করেছে সরকার।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ দিবসটি মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের ক ক্রমিকে অন্তর্ভুক্তকরণের জন্য পেশ করলেও তা পলিসিগত কারনে খ ক্রমিকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।