টাঙ্গাইলে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩২ পিএম, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১ | ৩৭৭

টাঙ্গাইলে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা এবং প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে ‘পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা গ্রহণ করি, বাল্যবিয়ে এবং অনাকাক্সিক্ষত গর্ভধারণ রোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসকের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. লুৎফুল কিবরিয়া, ডেপুটি সিভিল সার্জন ডা. শামীম হোসাইন চৌধুরী, জেলা তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত প্রমুখ।

এ সময় জেলা প্রশাসক কার্যালয়সহ বিভিন্ন সরকারি বেরসকারি ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলো।  আগামী ১৮ থেকে ২৩ ডিসেম্বর টাঙ্গাইলে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালন করা হবে।