নাটোরে ফেন্সিডিলসহ আটক ২

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০৪ পিএম, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯ | ৪৫৩

ফেন্সিডিলসহ শিমুল হোসেন (১৮) ও আলিব হোসেন (২২) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে নাটোরের গুরুদাসপুর থানা পুলিশ।

মঙ্গলবার সকাল ৮টার দিকে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা বাস কাউন্টার থেকে তাদের আটক করা হয়।

জানা যায়, শিমুল গাজীপুর জেলার জয়দেপুর উপজেলার দিঘীর চালা গ্রামের মৃত দুলাল হোসেনের ছেলে এবং আলিব গাজীপুর সদরের পশ্চিম বিলাসপুর গ্রামের মো. মনির হোসেনের ছেলে। 

গুরুদাসপুর থানার ওসি মো. মোজাহারুল ইসলাম জানান- গুরুদাসপুর থানার এসআই ময়েজ উদ্দিন ও এএসআই রুবেল হোসেন ওই দুইব্যক্তির দাড়িঁয়ে থাকা সন্ধেহজনক দেখে ব্যাগ তল্লাশি করেন। এসময় দুই জনের ব্যাগ থেকে ৬০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।

তাদের বিরুদ্ধে চোরাচালান মামলা রুজু করে মঙ্গলবার দুপুরে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।