নাগরপুরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪১ পিএম, রোববার, ৬ অক্টোবর ২০১৯ | ৪৯৫

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৬ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির উদ্দ্যোগে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটু।


উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. আসরাফ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, নাগরপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আলম চাঁদ, আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. রোকনুজ্জামান প্রমূখ।


এ সময় জেলা পরিষদের সদস্য শেখ কামাল হোসেন, নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল, রির্পোটার্স ইউনিটির সভাপতি মো.মন্টু মিয়াসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।