দ্বিতীয়বার বাবা হলেন সোহম

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:২৫ এএম, রোববার, ১১ মার্চ ২০১৮ | ৬৯১

আবারো বাবা হলেন টলিউডের দর্শকপ্রিয় চিত্রনায়ক সোহম চক্রবর্তী। গতকাল শনিবার সোহমের স্ত্রী তানিয়া পুত্রসন্তানের জন্ম দেন। মা-ছেলে দুজনেই ভালো আছেন বলে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।

অনুভূতি ব্যক্ত করে সোহম ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ‘সত্যি খুব ভালো লাগছে। ছেলের নাম এখনো ঠিক করিনি। রবি কিনাগির একটি সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ছিল কিন্তু তানিয়ার অপারেশনের জন্যই পিছিয়ে দিয়েছিলাম। চলতি মাসের মাঝামাঝি সময় শুটিং শুরু করব।’

২০১২ সালে তানিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোহম। ২০১৬ সালে তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান। আবারো তাদের সংসারে নতুন অতিথির আগমনে বাবা-মা দুজনেই খুশি। সোহম অভিনীত সর্বশেষ সিনেমা ‘হানিমুন’। এতে শুভশ্রীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। কয়েকদিন আগে মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির পর দর্শকদের বেশ প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি।

এমএমআর