মুজিবনগর দিবসে আওয়ামীলীগের র্যালি


ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামীলীগ একটি র্যালি বের করে। র্যালিটি কলেজ রোডস্থ উপজেলা আওয়ামীলীগ অফিসসের সামনে থেকে শুর হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষীণ করে আওয়ামীলীগ অফিসের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন এমপি, মির্জাপুর পৌর মেয়র সাহাদৎ হোসেন সুমন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি খন্দকার মুফাজ্জল হোসেন দুলাল,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, টাঙ্গাইল জেলা পরিষদ সদস্য সাইদুর রহমান খান বাবুল,উপজেলা
আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিপলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজি আবুল হোসেন সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।