নন্দীগ্রামে পুকুরে বিষ প্রয়োগে ৫লক্ষ টাকার মাছ নিধন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৩০ পিএম, সোমবার, ৬ আগস্ট ২০১৮ | ৪৩০

বগুড়ার নন্দীগ্রামে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।

জানাযায়, নন্দীগ্রাম সদরের হাটলাল মৌজাস্থ খতিয়ান নং ০২ দাগ নং ৬৮২ পরিমান ১৮ বিঘার পুকুরটিতে মৎস্যচাষী ফিরোজুর রহমান ফিরোজ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিল। এমতাবস্থায় গত রবিবার দিবাগত রাতে কে বা কাহারা বিষ প্রয়োগে সব মাছ মেরে ফেলে।

ক্ষতিগ্রস্থ মৎস্যচাষী ফিরোজ জানান, পুকুরটিতে বর্তমান মৌসুমে রুই, কাতলা, মৃগেল, ব্রীগেট, পবা, শিং সহ বিভন্ন প্রজাতির মাছ চাষ করেছিলাম। প্রতিটি মাছের ওজন হয়েছিল ২/৩ কেজি। পুকুরে বড় মাছ ছিল প্রায় ৭৫ মন এবং ছোট মাছ পবা ছিল ১লাখ ৫০ হাজার পিচ। এত প্রায় ৫লক্ষ টাকার ক্ষতি সাধন হয়।

এ বিষয়ে নন্দীগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।