টাঙ্গাইলে বাসের চাকায় পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৯ পিএম, রোববার, ৬ অক্টোবর ২০১৯ | ৫২৪

টাঙ্গাইলের মির্জাপুরে বাসের চাকায় পৃষ্ট হয়ে মোঃ সোহেল (২৮) নামের এক যুবক নিহত হয়েছে। রোববার সন্ধ্যার দিকে গোড়াই জোড়পুকুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।


নিহত সোহেল উপজেলার গোড়াই ইউনিয়নের ভরপাড়া গ্রামের ময়নাল সিকদারের ছেলে ।


গোড়াই হাইওয়ে থানার ওসি মো. জাহিদুল ইসলাম জানান, সোহেল কমফিট কম্পোজিট মিলে চাকরি শেষে বাড়ির উদ্দেশ্যে নিজের মোটর সাইকেল নিয়ে রওনা হয়। পথিমধ্যে উপজেলার জোড়পুকুর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী মতিন ট্রাভেলস্ নামক যাত্রীবাহী বাস পিছন থেকে মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ও সেই বাসের চাকায়ই পৃষ্ট হয়ে প্রায় ৫০ গজ দূরে গিয়ে হেচড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়।

নিহতের লাশ উদ্ধার করা হয়েছে ও ঘাতক বাস এবং চালককে আটকের সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানান তিনি।